র‍্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আগের সংবাদ

রয়েল ইকো ল্যান্ডের সাথে জেনিথ লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি সই

পরের সংবাদ

রায়পুরায় অস্ত্রসহ গ্রেফতার ২

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩ , ৯:০৬ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরায় দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ দুই জনকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার মধ্যনগর পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে সহিদ মিয়া (৪৬) ও একই এলাকার রফিকুল ইসলাম এর ছেলে মোঃ ইয়াছিন (৩৮)।

এর আগে সোমবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি পুরান বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য উদ্ধারের বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে এগারোটায় রায়পুরা থানার ওসি আজিজুর রহমানের তত্ত্বাবধানে উপজেলার বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মুরাদ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালীন সময়ে পাড়াতলীর কাচারিকান্দি পুরান বাজারের পিছনের রাস্তা থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ আসামীদের গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়েছে।

নরসিংদী মিরর/এফএ