প্রীতি-নেছা আইডিয়েল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদীতে যথাযথ মর্যাদায় অমর একুশে পালিত

পরের সংবাদ

এম. এফ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪ , ৭:৩৫ অপরাহ্ণ

মোঃ ফরহাদ আলম: নরসিংদীর রায়পুরা উপজেলার লোচনপুর গ্রামে অবস্থিত এম. এফ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খান রিপন।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউর রহমান, উত্তর বাখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ হাবিব, অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন ভূইয়া মাসুদ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ ফায়েজ উদ্দিন মেম্বার।

এসময় আরো উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন, একতা মানব উন্নয়ন সোসাইটির সভাপতি এস এম কাঞ্চন, উত্তর বাখরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম বিপ্লব। পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক এম আর শরীফ।

নরসিংদী মিরর/এফএ