গ্রাহকের কোটি টাকা নিয়ে ডাচ-বাংলার এজেন্ট উধাও, ‘কর্তৃপক্ষের চাপে’ ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

আগের সংবাদ

এম. এফ আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

পরের সংবাদ

প্রীতি-নেছা আইডিয়েল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মিরর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪ , ৭:১৪ অপরাহ্ণ

মোঃ ফরহাদ আলম: নরসিংদীর রায়পুরা উপজেলার আলগী বাজারে অবস্থিত প্রীতি-নেছা আইডিয়েল হাই স্কুলের ২৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি) বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।

প্রীতি-নেছা আইডিয়েল হাইস্কুল পরিচালনা পরিষদের সভাপতি মোসলেহ আহমেদ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান মনির।

ছবি: নরসিংদী মিরর

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজ এর গভর্নিং বর্ডির সভাপতি ইঞ্জিনিয়ার জিয়াউল হক সেলিম, কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন, সেরাজনগর এম. মুনছর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব উদ্দিন, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সভাপতি বীর মুক্তিযুদ্ধা শহিদুল হক সিকদার, বীরশ্রেষ্ঠ মতিউর নগর কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নরসিংদী মিরর/এফএ