“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লাণ”
এই শ্লোগান কে সামনে রেখে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননাকর প্রতিকার ও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিবাদ সভা করেন নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা- কর্মচারী ফোরাম।
১২ ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় নরসিংদী শিল্প কলা একাডেমির সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নরসিংদী জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। পরাধীন বাংলাকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধু জীবনে অনেক সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগের ফসল আজকের বাংলাদেশ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনা করা যায় না। এ স্বাধীন দেশে বঙ্গবন্ধুর অপমান সহ্য করা যায় না।
জেলা প্রশাসক বলেন, প্রত্যেক ধর্মেই মানবতার কথা রয়েছে। বিশেষ করে ইসলাম ধর্মে মানবতার কথা বলা হয়েছে গুরুত্বের সাথে। মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ কখনো কোনো পাপ কাজে লিপ্ত হতে পারেনা।
তিনি সকল সরকারি কর্মচারিকে ধন্যবাদ জানান এবং একে অন্যের সহযোগি হিসেবে কাজ করার আহ্বান জানান।
প্রতিবাদ সভায় নরসিংদী জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগীসহ জেলার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।