১৯৭১ সালের ১২ ডিসেম্বর নরসিংদী জেলা হানাদার মুক্ত হয়। স্বাধীন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।
এ দিনটি নরসিংদী বাসী অত্যন্ত জাঁকজমক ভাবে পালন করে।
তারই অংশ হিসেবে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবি সংগঠন ফোরামের ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসব ও আলোচনা সভা।
নরসিংদী জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিকেল ৩ টায় বাংলাদেশ-ভারত মেত্রী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা ও পিঠা উৎসবের আয়োজন করে নরসিংদী জেলা স্বেচ্ছাসেবি সংগঠন ফোরাম!
আলোচনা সভায় নরসিংদী ব্লাড ডোনার ক্লাবের প্রধান উপদেষ্টা রাসেল আহমেদ, রক্ত কনিকার মাহমুদুল হাসান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আলোচনাতে অংশ নেন!
আলোচনা সভায় বক্তারা নরসিংদী জেলা হানাদার মুক্ত করতে যাঁরা প্রাণ উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
আলোচনা সভা শেষে পিঠাপুলি খাওয়ার ব্যবস্থা করেন আয়োজক। শীতের আবহ বিরাজ করছিল পুরো আয়োজন জুড়ে।