দক্ষিণ মির্জানগর আদর্শ ছাত্র সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগের সংবাদ

মেহমানখানার ইফতারে ৪ শতাধিক মাদরাসা ছাত্র

পরের সংবাদ

এবার জ্বলছে রাজধানীর নিউমার্কেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩ , ১০:১৭ পূর্বাহ্ণ

রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেট (দ.) ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুনের তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরো ১২টি ইউনিট।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমানবাহিনী। এছাড়া ঘটনাস্থলে রয়েছে বিজিবি ও র‌্যাবের বেশ কয়েকটি টিম।

এদিকে, আগুন লাগার প্রায় ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও (সকাল ৯টা ৪৫ মিনিট) এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মার্কেটের তৃতীয় তলার এক দিক থেকে আরেক দিক পর্যন্ত সব দোকান পুড়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মার্কেটটিতে বহু পোশাকের দোকান রয়েছে। নিচ তলা ও দ্বিতীয় তলার দোকানিরা তাদের মালামালা সরিয়ে নিচ্ছেন।

একজন নারী বলেন, ‘গতকালই দুই লাখ টাকার মাল ওঠানো হয়েছে। কিস্তিতে টাকা নেওয়া, প্রতি সপ্তাহে আড়াই হাজার টাকা কিস্তি। আমার বাচ্চারা কী করবে। দুইটা এতিম ছেলে কীভাবে চলবে এখন।’

আরেক ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলেন, রাত ৩টা পর্যন্ত মালামাল বিক্রি করেছি। আমার সব টাকা দোকানের ক্যাশে ছিল। সব মালও গেল, টাকাও গেল।

নরসিংদী মিরর/এফএ