ডেস্ক রিপোর্ট: নরসিংদী জেলা সেচ্ছাসেবী সংগঠন ফোরাম কর্তৃক পরিচালিত “মেহমানখানা” আয়োজিত ২৩তম ইফতার মাহফিলে অংশ নিয়েছে মাদরাসার ৪শতাধিক ছাত্র ও শিক্ষক।
শনিবার (১৫ এপ্রিল) মাসব্যাপী ইফতার আয়োজনের অংশ হিসেবে নরসিংদী সদরের কামারগাঁও মাদরাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মাদরাসার বিভিন্ন বিভাগের ছাত্র, শিক্ষক ও মেহমানখানার পরিচালক ও সেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।
সংগঠন সূত্রে জানা যায়, মেহমানখানা প্রতি সপ্তাহে একটি মেগা ইভেন্টের আয়োজন করে থাকেন। যেখানে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল মানুষের জন্য ভালো খাবারের ব্যবস্থা থাকে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের উদ্যোগে প্রতিদিনই বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে ইফতার আয়োজন করা হয়।
নরসিংদী মিরর/এফএ