নরসিংদীর শিবপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক ও উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীনকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে তাদের বরণ করা হয়। শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খানের সভাপতিত্ব এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঞা রাখিল, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার ভূঞা জুয়েল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রকৌশলী তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক, মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, আয়ুবপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মেরাজুল হক মেরাজ, পুটিয়া ইউপি চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: ১ সেপ্টেম্বর মঙ্গলবার ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম ও ২৭ আগষ্ট বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক ও ১৩ আগষ্ট উপজেলা নির্বাচন অফিসার ফারজানা আবেদীন যোগদান করেন।