সাহেপ্রতাবে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

আগের সংবাদ

 পলাশে অত্যাধুনিক সেবা নিয়ে চালু হলো "আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স"

পরের সংবাদ

অসহনীয় গরমে লোডশেডিং এ নাজেহাল ডাংগাবাসী

ফয়সাল, ডাংগা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ , ১০:৩৮ অপরাহ্ণ

অসহনীয় গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে নাজেহাল ডাংগা ইউনিয়নের সধারণ মানুষ। স্থানীয়রা জানান যে, সারাদিনের মধ্যে অসংখ্য বার বিদ্যুৎ চলে যাচ্ছে পাশাপাশি দীর্ঘক্ষনের জন্য যাচ্ছে। এতে এলাকার মানুষের যেনো ভোগান্তির শেষ নেই।

ডাংগার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে সন্ধ্যা সময়ে-ই দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে। তাদের অভিযোগ যে বিদুৎ না থাকার কারনে মনুষ জন সন্ধ্যার আগেই বাসায় চলে যাচ্ছে এতে বাজারে কোনো মানুষ জন না থাকায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়রা জানার যে পূর্বে ডাংগা ইউনিয়নের বিদুৎ সরবরাহ করা হতো ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে কিন্তু কিছু দিন আগে ই তা পরিবর্তন করে মাধবদির অন্য একটি লাইন থেকে বিদুৎ সরবরাহ করার ফলেই এমন হচ্ছে। স্থানিয়রা অতিদ্রুত এমন দুর্দশা থেকে মুক্তির জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয়রা বলেন রমজান মাসে এমন লুডসেডিং থাকলে সেহেরি,ইফতার,তারাবির নামাজ সহ সকল ইবাদতের ক্ষেত্রে তারা অসহনীয় গরমে কষ্টের মুখোমুখি হবেন।

উল্লেখ্য যে, রিপোর্ট লেখার সময় ডাংগা ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ ছিল না।