শিবপুরে বাস ও কার্ভাড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

আগের সংবাদ

রাত পেরুলেই করিমপুর ইউনিয়নের উপ-নির্বাচন

পরের সংবাদ

পলাশে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ” দুরন্ত পলাশ” এর র‍্যালি ও মানববন্দন

মিরর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২০ , ১০:৫৯ অপরাহ্ণ

ধর্ষণ এখন বাংলাদেশে ভয়াবহ রুপ ধারণ করেছে। সারাদেশে এখন নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে । এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে “দুরন্ত পলাশ ” সংগঠনের পক্ষে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে রালী ও মানববন্ধন শুরু করে। পলাশের বাসস্ট্যান্ড থেকে উপজেলার শহীদ মিনার পর্যন্ত এই র‍্যালি অনুষ্ঠিত হয় । এতে প্রায় পাঁচ শতাধিক ছাত্রজনতা,যুব,নারী এবং সর্বস্তরের জনগণ ধর্ষণের প্রতিবাদে যুক্ত হয় দুরন্ত পলাশের সাথে। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন “দূরন্ত পলাশ”এর সভাপতি,মাসুদুল ইসলাম রানা,সিনিয়র সহ-সভাপতি মো: মেজবাহ উদ্দীন ভূইয়া, সেক্রেটারি সোহরাব হোসেন রোকন, সহঃ সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক, ফারুক মিয়া, প্রচার সম্পাদক জুয়েল রানা মহিউদ্দীন,সাব্বির এবং আরও অনেকে।
এই আন্দোলনে নারী হিসাবে শাপলা আক্তার, ফাতেমা বেগম ও নিশাত আক্তার বক্তৃতার মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তীতে এই সংগঠনের সাথে স্মাইল (সিক্রেট ওফ ইউর হ্যাপিনেস) সংগঠনটি ও যুক্ত হয়। “দুরন্ত পলাশ ” ধর্ষকদের ফাঁসি ও কঠিন শাস্তি দাবি করেন প্রশাসনের কাছে এবং ধর্ষকদের উপযুক্ত শাস্তি আদায় না হওয়া পর্যন্ত এই সংগঠন তাদের কর্মকান্ড অব্যাহত রাখবে বলে ঘোষণা দেন।