শীত উপেক্ষা করে প্রচারণা-উত্তেজনায় সরগরম নরসিংদী পৌরসভা

আগের সংবাদ

মাধবদীতে দাদীকে কুপিয়ে হত্যা করেছে নাতি

পরের সংবাদ

বেলাবতে গাছের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু

মিরর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২১ , ৮:৪৮ অপরাহ্ণ

নরসিংদীর বেলাবতে গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চরউজিলাব পূর্বপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।

রায়হানের সাথে থাকা কাঠুরিয়া মোন্তাজ মিয়া জানায়, তিনিসহ রায়হান, সোহেল ও সিরাজ মিয়া নামে ৪ জন কাঠুরিয়া চরউজিলাব মধ্যপাড়া এলাকার খোকা মিয়ার একটি কাঠ গাছ কাটতে যান। গাছটি কাটার শেষ পর্যায়ে গাছটি মাটিতে হেলে পড়ছিল। এসময় অসাবধানতাবশত রায়হান দৌড় দিলে সে গাছের নিচে চাপা পড়ে। এসময় দ্রুত তাকে বেলাব উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রায়হানের এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরান আহমেদ বলেন, চোখের বাম পাশে আঘাত লাগার কারণে তার মাথা থেতলে যায়। এতে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।