মনোহরদীতে ভাষা দিবসে সূর্যোদয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান

আগের সংবাদ

ধানের পোকা দমনে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ‘পার্চিং’ পদ্ধতি

পরের সংবাদ

রায়পুরায় মাতৃভাষা দিবস উপলক্ষে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত 

মোঃ ফরহাদ আলম, স্টাফ রিপোর্টার:

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ৭:১৩ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা হা-ডু-ডু অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১শে ফেব্রুয়ারি) বিকেলে দড়ি বালুয়াকান্দি আদর্শ ও একতা যুব সংঘের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। দড়ি বালুয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় সভাপতিত্ব করেন আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন খান।

খেলায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাখালী জনস্বাস্থ্য ইন্সটিটিউটের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট হাজী মোঃ ইব্রাহিম খলিল। সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ বদরুল আলম ভূইয়া এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ লিয়াকত আলী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ জামিল খান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আল আমিন, মোঃ ওবায়দুর রহমান, আসাদুল হক আসাদ ও সাংবাদিক এস এম শরিফ সহ অনেকে।

খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ ছিটন ভূইয়া, মোঃ লিটন, মোঃ মোশারফ, মোঃ সুমন ভূইয়া সহ অনেকে। খেলায় গোলাপ একাদশ ২পয়েন্টে শাপলা একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।