বিসিএস-এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনায় “চলো গড়ি বেলাব”

আগের সংবাদ

মৃত্যুর পর টনক নড়েছে প্রশাসনের

পরের সংবাদ

নাগরিয়াকান্দী সেতুতে  দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

মিরর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২০ , ১১:৩৬ পূর্বাহ্ণ

নরসিংদী সদর উপজেলা নাগরিয়াকান্দী শেখ হাসিনা সেতুতে নিচে নৌকা ভ্রমনে মঙ্গলবার বিকেলে দুই নৌকায় দুই গ্রুপের মধ্য সংষর্ষ বাঁধে। এতে করে নিহত ফারহান আহাম্মেদ অনিক (১৭) নামের ছেলেটির মাথায় বাঁশ দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। মাথায় আগাত পেয়ে পানিতে পরে যায় অনিক। পরে ২০ মিনিট পরে তাকে পানি থেকে তুলে হাসপাতাল নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ছেলেটির বাড়ি নরসিংদী সদর উপজেলা নজরপুর ইউনিয়নের কালাইগোবিন্দ পুর গ্রামে।