নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর অববাহিকায় গড়ে উঠা দুটি ইউনিয়ন নজরপুর ও করিম পুর। দুটি ইউনিয়নের সাথে নরসিংদী সদরের যোগাযোগ “শেখ হাসিনা সেতু” দিয়ে।
সদর থেকে নজর পুর যাওয়ার সময় চোখে পড়ে নানা ধরনের শ্লোগান ও বাণী সম্বলিত প্ল্যাকার্ড যেগুলি ল্যাম্পপোস্ট, গাছ ও বাসা-বাড়ির দেওয়ালে আটকানো।
“নারী আমাদের মা বোন, দৃষ্টিতে সদয় হোন”
“মাদক’কে না বলি, সুন্দর জীবন গড়ি”
সামাজিক এ ধরনের আরো বহু শ্লোগান মুদ্রিত প্ল্যাকার্ড দেখা যায়। রাস্তার ধারে হওয়াতে অটো বা সিএনজি দিয়ে যাতায়াতের সময় দৃষ্টি পরে। যা যে কোনো মানুষের মনে সুবোধ জাগ্রত করতে সহায়ক।
এছাড়াও আল্লাহর নামের জিকির যেমন”সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওবিহামদিহী সহ কালেমা সম্বলিত প্ল্যাকার্ড গুলিও দৃষ্টি কাড়ে পথিকের। এ সব প্ল্যাকার্ড পথিকের মনে ধর্মীয় ভাবধারা জাগ্রত করে।
একাজটি কে করলে এ ভাবনা মনে আসার পরক্ষণেই প্ল্যাকার্ডের নিচে ছোট অক্ষরে “দড়ি নবীপুর সমাজ কল্যাণ সংস্থা” নামে একটি সামাজিক সংগঠনের নাম চোখে পড়লো। খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনের ছেলেরা রাত দিন খেটে এসব প্ল্যাকার্ড রাস্তার দুধারে লাগিয়েছে।
স্থানীয় লোকজনের সাথে কথা হলে তারা বলেন, ছেলেগুলি খুব ভাল কাজ করেছে। সুন্দর সুন্দর বাণী রাস্তার দুধারে লাগিয়েছে। এগুলি বার বার পড়লে মানুষ ভাল মনের অধিকারি হবে। তাছাড়া আল্লাহর নামের জিকির গুলি পড়লে বার বার আল্লাহর কথা স্মরণ হবে। এতে করে সওয়াব হবে।
‘দড়ি নবীপুর সমাজ কল্যাণ সংস্থা’র কুশীলবদের সাথে যোগাযোগের পর তাদের সাথে এ নিয়ে আলাপ চারিতার সময় এগুলি লাগানোর উদ্দেশ্য সম্পর্কে জানা যায়।
সংস্থাটির মুখপাত্র জাহিদ হাসান সরকার বলেন, “আমাদের এ কাজ কেবল সামাজিক সচেতনতা সৃষ্টি ও আল্লাহর সন্তুষ্টির জন্য। সমাজের মন্দ দিক পরিহার করার জন্য আমাদের এ সংগঠনের মূল প্রয়াস। সমাজ আজকে অবক্ষয়ে তলিয়ে যাচ্ছে। যুব সমাজ অবক্ষয়ের শিকার। তাই আমরা এ সংগঠন টি চালু করেছি যাতে সমাজের মূলে সংস্কার করতে পারি। সমাজ সংস্কারের প্রথম ধাপের কার্যক্রম আমাদের এ প্ল্যাকার্ড!”