২১ শে ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে ” স্মাইল নরসিংদী জেলা শাখা” আয়োজন করেছে নানামুখী আয়োজন।
সকালে প্রভাতফেরি থেকে শুরু করে ইচ্ছের হাসি বিদ্যালয়ের বাচ্চাদের প্রতিযোগিতা, পুরষ্কার এবং তাদের হাতে খাবার তুলে দেওয়াসহ সবই ছিল এই আয়োজনে।
ভোরে স্মাইলের সকল সদস্যদের অংশগ্রহণে শহীদদের স্মরণে সদস্যদের অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত ” প্রভাতফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ” পরবর্তীতে নরসিংদী পৌর পার্কে আয়োজন করা হয় বাকি অনুষ্ঠান। ভাষণ, দেশাত্মবোধক গান, নাচ,কবিতা আবৃত্তি,কৌতুক,ইচ্ছের হাসি বিদ্যালয় এর বাচ্চাদের কবিতা আবৃত্তি এবং এর উপর ভিত্তি করে পুরষ্কারের আয়োজন করা হয় এই প্রতিযোগিতায়।
এছাড়াও মাতৃভাষার জ্ঞান কে আরো গভীর অনুরাগে তুলে ধরতে ‘একুশে একুশ প্রশ্নোত্তর’ নামক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমন ফারাবী,সহ -সভাপতি তাসকিন দিপু।
আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা শাখার সভাপতি শিমুল প্রধান, সাধারণ সম্পাদক আলফিয়া কায়নাত কনা, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম সহ সকল সদস্য।