সংবিধান সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিয়েছে কিন্তু আ’লীগ বিভাজন সৃষ্টি করেছিল- এড. ইউসুফ আলী

আগের সংবাদ

বীরশ্রেষ্ঠ মতিউরনগর কলেজে “সন্তানের ক্যারিয়ার ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

মনোহরদীতে ফ্রি চক্ষু শিবির ও ছানী অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত

মনোহরদী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫ , ১০:১৫ পূর্বাহ্ণ

নরসিংদীর মনোহরদীতে নবদিগন্ত ক্লাবের উদ্যোগে ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল- বাংলাদেশ অফিসের অর্থায়নে ফ্রি চক্ষু শিবির ও বিনামূল্যে ছানী অপারেশনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় বিশেষজ্ঞ ডাক্তারগণ তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ৩০ জন রোগীকে বিনামূল্যে ছানী অপারেশনের ব্যবস্থা করা হয়।

চক্ষু শিবির উদ্বোধন করেন নরসিংদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন নবদিগন্ত ক্লাবের বোর্ড অব ডিরেক্টর সদস্য মুহাম্মদ মোশারফ হোসেন, রফিকুল ইসলাম সরকার ও মাসিহুর রহমান আফরাদ।

চক্ষু শিবির বাস্তবায়নে নবদিগন্ত ক্লাবের সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।