নরসিংদীর পলাশে বঙ্গবন্ধু পরিষদ শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১, অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ই জানুয়ারি ) পলাশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষক দীনেশ চন্দ্র দাস।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লা সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার
জনাব ওবায়দুল কবির মৃধা সাধরণ সম্পাদক, পলাশ উপজেলা আওয়ামিলীগ। জনাব ডঃশাখাওয়াত ইসলাম ভূইয়া ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু পরিষদ।
বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব মো মুহসিন নাজির,সাধারনসম্পাদক বঙ্গবন্ধু পরিষদ। জনাব এস এম শফি,সভাপতি প্রেসক্লাব।
সম্মেলনে বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন পরিষদের সাধারন সম্পাদক আবুল কাসেম । তিনি সংগঠনটিকে আরো শক্তিশালী ও বেগবান করার উপর গুরুত্বারোপ করেন।