নিরাপত্তা ও টিকিট নিশ্চিতে নরসিংদী স্টেশনে বেষ্টনী

আগের সংবাদ

ডাংগা ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স উদ্বোধন

পরের সংবাদ

নির্বিকার নসক কর্তৃপক্ষ

অবহেলায় অরক্ষিত কামিনী কিশোর মল্লিকের সমাধিসৌধ!

মো.রাসেল আহমেদ, নরসিংদী সদর

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ৬:১৭ অপরাহ্ণ

নরসিংদী সরকারি কলেজের স্নাতক( সম্মান) শ্রেণির শিক্ষার্থী রাহুল। সে জানেনা তার কলেজের প্রতিষ্ঠাতা কে! একই অবস্থা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাকিবের। তারা বলেন,আমরা কখনোই তাঁর নাম শুনিনি ,কলেজের ভেতর এমন কোনো স্মৃতি চিহ্নও নেই যা দেখে আমরা জানতে পারব তাঁর সম্পর্কে!

কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নরসিংদী সরকারি কলেজে স্থাপিত হয়েছে বিশাল বিশাল সুরম্য অট্টালিকা। কিন্তু কোনো ভবনের নামকরণই জমিদার কামিনী কিশোর মল্লিকের নামে করা হয়নি।

চরম অযত্ন ও অবহেলায় পড়ে আছে জমিদার কামিনী কিশোর মল্লিকের সমাধিস্থল। নরসিংদী সরকারি কলেজের অনার্স ভবনের ঘা ঘেঁষে দাঁড়িয়ে আছে আবর্জনায় পূর্ণ একটি মঠ যা মল্লিক সাহেবের সমাধি সৌধ!
আজবধি তাঁর স্মৃতি রক্ষার্থে সমাধি স্থলে নির্মাণ হয়নি কোনো স্মৃতিফলক বা কলেজ প্রাঙ্গণে করা হয়নি কোনো ভাস্কর্য।
শহরের সচেতন নাগরিকগণ বলেন, যত দ্রুত সম্ভব জমিদার কামিনী কিশোর মল্লিকের স্মৃতির প্রতি সম্মানে স্মৃতি ফলক বা কলেজ প্রাঙ্গণে ভাস্কর্য নির্মাণ জরুরি। তাঁদের মতে এটা হবে তাঁর বিশাল অনুদানের প্রতি কৃতজ্ঞতা।