ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন ও ২ ডাকাত গ্রেফতার

আগের সংবাদ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভার্চুয়াল বিজ্ঞান মেলা

পরের সংবাদ

নরসিংদীতে লাইসেন্সবিহীন কোম্পানিকে ১০ লাখ টাকা জরিমানা ও ৪০ লাখ টাকার ঔষধ ধ্বংস

সুজন বর্মণ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২০ , ১০:৩৮ অপরাহ্ণ

নরসিংদীতে ঔষধ তৈরীর লাইসেন্স না থাকায় টেকনো ড্রাগস নামক একটি ঔষধ কোম্পানীকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ধ্বংস করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিবপুরের বিসিক শিল্পনগরীতে অবস্থিত টেকনো ড্রাগস্ লিমিটেড এর ৩নং ইউনিটে জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম ও সহকারি কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৎস্য ও পশু খাদ্যের প্রিমিক্স তৈরী করার লাইসেন্স এবং মানবদেহের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক, হরমোন, ডেক্সামিথাজন, স্টেরয়েড ড্রাগ উৎপাদনের জন্য ঔষধ প্রশাসনের কোন অনুমোদন নেই টেকনো ড্রাগসের। এজন্য ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান ১০ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় প্রায় ৪০ লাখ টাকার অনুমোদনহীন ঔষধ ও ঔষধ তৈরীতে ব্যবহৃত কাঁচামাল ধ্বংস করা হয়।