ব্যাট নিলামে তুলবেন না আশরাফুল

আগের সংবাদ

শপিংমলে সামাজিক দূরত্ব মনিটরিংয়ে প্রশাসন

পরের সংবাদ

সারাজীবন বাসা থেকে অফিস করার সুযোগ!

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৫, ২০২০ , ৬:২৩ অপরাহ্ণ

করোনা ভাইরাসের কারণে অনেক প্রচলিত পদ্ধতি পরিবর্তন করতে বাধ্য হয়েছে মানুষ। অনেকে নতুন করে বাসা থেকে অফিস করার সুযোগ পেয়েছেন এ মহামারীর সময়ে। তবে বাসা থেকে সারা জীবন অফিস করার সুযোগ দিচ্ছে টেক জায়ান্ট টুইটার। চিন্তা করেন যদি সারা জীবন বাসায় অফিস করেন তাহলে জীবনটা কেমন হতে পারে!

এ ঘোষণার মাধ্যমে করোনা পরবর্তী সময়েও যে অনেক পরিবর্তন আসতে তার একটিট স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে কাদেরকে এ সুযোগ দেয় হবে সে বিষয়ে বিস্তারিত কিছু যনিয়িনি টুইটার কর্তৃপক্ষ। কোম্পানীটি বলছে গত কিছু মাস যাবৎ কর্মীরা বাসা থেকে কাজ করছে এবং এটা কাজ করছে।

অন্যদিকে ফেসবুক, গুগল তাদের কর্মীদের আপাদতো বাসা থেকে কাজের সুযোগ দিচ্ছে। সামনের দিনগুলোতে বাসা থেকে কাজের পদ্ধতিটি জনপ্রিয়তা পেতে পারে বলে ধারণ করা হচ্ছে।

নকি