আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আলহাজ্ব শরীফুল হকের এক বিশাল নির্বাচনী শােডাউন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৩ জানুয়ারি ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হকের নেতৃত্বে শোডাউনে অংশ নেয় হাজারো জনতা।
এ সময় পথ সভায় উপস্থিতি থেকে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শরীফুল হক
আরও উপস্থিত ছিলন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনতা।এসময় প্রতিটি স্থানে শীত ওপেক্ষা করে পৌর স্থানীয় মানুষের ঢল নামে।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন সাধারণ জনগণের উদ্দেশ্যে বলেন, অতীতের ন্যায় এবারও নৌকা মার্কা প্রতীকে আলহাজ্ব শরীফুল হক শরীফ ভাইকে মূল্যবান ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুফল আপনাদের কাছে পৌছে দেওয়ার সুযোগ করে দিবেন।