ব্রাইট স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগের সংবাদ

রায়পুরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, গুলিতে গৃহবধূ নিহত

পরের সংবাদ

ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫ , ১১:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় নরসিংদী সদর মডেল মসজিদের সামনে থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মন্দী শিক্ষা চত্বরের সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

দীর্ঘ দেড়যুগ পর বৃহৎ পরিসরের এই র‍্যালিতে অংশ নিয়ে আনন্দিত ছাত্রশিবিরের হাজার হাজার নেতা-কর্মী।

নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ তাওহিদুল ইসলামের সঞ্চালনায় র‍্যালি পরবর্তী সভায় বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক নেতা অধ্যাপক মকবুল হোসেন, নরসিংদী জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহফুজ ভূইয়া ও সুমন সিকদার, জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মাহফুজুর রহমান, দাওয়াহ সম্পাদক রাকিবুল ইসলাম প্রমূখ।