নরসিংদীর শিবপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুলের কৃতি ছাত্র সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) স্কুলের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় নান্দনিক আয়োজনে কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশনা করেন স্কুলের শিক্ষার্থীরা।
ব্রাইট স্কুলের সভাপতি মুস্তাফিজুর রহমান কাওসার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। প্রধান আলোচক ছিলেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহিম।
বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রকিব হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাইট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান। এসময় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিবপুর উপজেলার জনপ্রিয় ইংরেজি শিক্ষক মোঃ আরিফুর রহমান ২০১৬ সালে দুলালপুর গ্রামে প্রতিষ্ঠা করেন ব্রাইট স্কুল৷ তার অক্লান্ত পরিশ্রমে স্কুলটি বর্তমানে উপজেলার অন্যতম সেরা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ নেয়।
বর্তমানে ৯ শতাধিক ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করেন। শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা ও সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এছাড়াও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে ব্রাইট স্কুলের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।
নরসিংদী মিরর/এফএ