কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড পাঁচদোনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

আগের সংবাদ

পলাশে জাতীয় সমবায় দিবস র‍্যালি ও আলোচনা সভা

পরের সংবাদ

সাংবাদিক পরিচয়ে ২ চোরাচালানকারী আটক,গাড়ি জব্দ

মো.রাসেল আহমেদ,নরসিংদী সদর।

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২০ , ১০:৫০ অপরাহ্ণ

প্রাইভেট কারে নিউজ চ্যানেল ও পত্রিকার স্টিকার লাগিয়ে মাদক দ্রব্য পাচারকালে নরসিংদী জেলা ডিবি’র হাতে চোরাচালান চক্রের ২ জন সদস্য গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ১৩ কেইস বিয়ার উদ্ধার করেন ডিবি’র সদস্যরা।

৬ নভেম্বর ডিবি নরসিংদী’র এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল এ অভিযান পরিচালনা করেন।

সকাল ১০:৩০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানার আওতাভুক্ত বাগহাটা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সামনে ‘NEWS 24’,কালের কণ্ঠ,Daily sun, বাংলাদেশ প্রতিদিন প্রাইভেট কারে তল্লাশি চালান ডিবি সদস্য।

তল্লাশির সময় গাজীপুর জেলার কালিগঞ্জ থানার দক্ষিণ শম গ্রামের মোহাম্মদ আলী ওরফে মতু মোল্লার ছেলে শাহআলম মোল্লা ওরফে আলম(৪৫) ও ভোলা জেলার দৌলত খান থানার পশ্চিম জয়নগর গ্রামের হানিফ মিয়ার ছেলে মো.জুয়েল(৩৪) কে গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ জানান, প্রাইভেট কার দাঁড়ানো অবস্থায় পেয়ে গাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা সাংবাদিক পরিচয় দেয়। তাদের প্রতি সন্দেহ হলে পুলিশ গাড়িতে তল্লাশি চালায়। গাড়ি থেকে ১৩ কেইস(৩১২ক্যান) বিয়ার পাওয়া যায়। যার বাজার মূল্য ২ লক্ষ ৪৯ হাজার।
পুলিশ জানায় আটককৃত শাহআলমের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

রিমু