সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার নতুন কমিটির আংশিক অনুমোদন দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ইমরুল কায়েস। গত শুক্রবার জাতীয় সেচ্ছাসেবক সমন্বয়ক কমিটির সুপারিশক্রমে আছলাম ভূইয়াকে সভাপতি ও মেহেদী হাসান সাকিব কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়।
উৎসর্গ জাতীয় সেচ্ছাসেবক টিমের সাংগঠনিক সম্পাদক ফারহান জোনায়েদ জানান, ৯অক্টোবর উৎসর্গ নরসিংদী জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গঠনতন্ত্রের আলোকে একই দিনে আগামী এক বছরের জন্য নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য; গত একবছর উৎসর্গ ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখা বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করার মাধ্যমে জেলায় ব্যাপক আলোচিত হয়। ইতিমধ্যে সকল উপজেলায় কমিটির মাধ্যমে তাদের সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হচ্ছে।