বাড়ছে সংক্রমণ
নরসিংদী থেকে গত বুধবার ( ১৩ মে) ঢাকায় পাঠানো ১৪৪ টি নমুনার মধ্যে ৩৭ টি করোনা পজিটিভ ফলাফল এসেছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন বলেন, নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদরে ২০ জন,মাধবদীতে ১৬ জন, বেলাবোতে ০১ জন। ফলে এ নিয়ে নরসিংদী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৯২ জনে।
করোনায় আক্রান্তদের মধ্যে নরসিংদী সদরে সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ১৯০ জন। রায়পুরা থানায় আক্রান্ত ২৭ জন। শিবপুর থানায় আক্রান্ত ২৬ জন। পলাশ থানায় আক্রান্ত ১৮ জন। মনোহরদী থানায় আক্রান্ত ৫ জন হয় এবং বেলাবো থানায় আক্রান্ত ২৬ জন।
সব মিলিয়ে এখন পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের। আইসোলেশন মুক্ত হয়েছেন ১৫৯ জন এবং আইসোলেশনে আছেন ৯২ জন। নতুন রোগী যুক্ত হযেছে ৩৭ জন।