চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

আগের সংবাদ

কাঁচা আমের উপকারিতা

পরের সংবাদ

প্রশ্নপত্র ফাঁসের চেষ্টায় ১ জনকে ৩ মাসের কারাদণ্ড

রায়পুরা প্রতিনিধি:

প্রকাশিত: মে ২, ২০২৩ , ১০:০৭ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় এস.এস.সি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বহিরাগত একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (০২ মে) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এ কারাদণ্ডাদেশ দেন।

তিনি বলেন, বহিরাগত এক লোক রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে হলের জানালা দিয়ে মোবাইল ফোনে প্রশ্ন পত্রের ছবি তোলার চেষ্টা করে। তাৎক্ষনিক মোবাইল কোর্টে পাবলিক পরীক্ষার আইন ১৯৮০ এর ১১ (গ) ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নরসিংদী মিরর/এফএ