পলাশে জাতীয় সমবায় দিবস র‍্যালি ও আলোচনা সভা

আগের সংবাদ

ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে বিউবোর চেয়ারম্যান

পরের সংবাদ

রায়পুরায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

রায়পুরা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০ , ৮:০০ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও র‌্যালী বের করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য, বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।

পরে রায়পুরা উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে উপজেলা মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল মান্নান মিয়া, রায়পুরা ইউসিসএ লিঃ সভাপতি মো. জাকির হোসেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম লিটন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমুখ।

সমবায় সমিতি বিকাশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্বীকার করে বক্তারা বলেন, সমবায় এমন একটি প্রতিষ্ঠান যেখানে সম্মিলিতভাবে সকলের কল্যাণ হয়।