মনোহরদীতে গো-খাদ্যের ট্রাক উল্টে খাদে

আগের সংবাদ

খেলাধুলাই যুবসমাজকে মাদক-নেশা থেকে রক্ষা করে

পরের সংবাদ

নরসিংদী লাজফার্মাকে ৪০ হাজার টাকা জরিমানা

মিরর ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১০, ২০২০ , ১১:২৩ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ও মিসব্রান্ডেড ওষুধ পাওয়ায় নরসিংদী লাজফার্মাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার ৯ আগস্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনা অনুসারে ফার্মাসিতে নরসিংদী সদর ইউএনও তাছলিমা আক্তার এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতা করেন নির্বাহি ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

এ সময় লাজ ফার্মা,ষ্টেশন রোড ( খাল পাড়) নরসিংদী শাখায় মেয়াদোত্তীর্ণ ও মিসব্রান্ডেড ওষুধ পাওয়া গেলে ড্রাগ এ্যাক্ট, ১৯৪০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধ আমলে গ্রহণ করা হয়। দুটি মামলায় মোট ৪০,০০০ ( চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় প্রশাসন।

নকি