কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীদের শিল্পমন্ত্রীর উপহার

আগের সংবাদ

ফিকহী মতপার্থক্যের গোঁড়ামি তত্ত্ব

পরের সংবাদ

রাস্তার রোজাদারদের পাশে লিইরি ইন্টারন্যাশনাল

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২০ , ১২:১৬ পূর্বাহ্ণ

করোনা বিপর্যয়ের এ সময়ে অনেকে কর্মহীন হয়ে অসহায়ভাবে জীবন যাপন করছেন। কর্মমুখী মানুষ কাজের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরছেন। এ সময়ে পরিবার পরিজনকে নিয়ে ইফতারের সুযোগও হচ্ছে না অনেকের। এসব পথের মানুষদেরকে ইফতার প্রদানে এগিয়ে এসেছে লিইরি ইন্টারন্যাশনাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । স্বেচ্ছায় কাজ করা এই সংগঠনটি আজকে ইফতারের পূর্বে রাস্তায় অটোরিকশা দিয়ে ঘুরে ঘুরে প্রায় ১৫০ জনের হাতে ইফতার বিতরণ করে।

শুক্রবার ( ১৫ মে) ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির ফাউন্ডার এমএইচ মেহেদী হাসান, কো-ফাউন্ডার কে এইচ বাবুল ও সোপান। সমাজ  সেবামূলক এই কাজে স্বেচ্ছাসেবীদের উৎসাহ দিতে অতিথি হিসেবে সাথে ছিলেন বাংলাদেশ প্রাইমারি এসোসিয়েশন নরসিংদী জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহরুখ ইশতিয়াক খান সাকিব।

উল্লেখ্য, ২০২০ সালের ২০শে এপ্রিল আত্মপ্রকাশ করেছে এই সংগঠনটি। তারপর থেকেই নিজেদের অবস্থান ঠিক করে মানুষের কল্যানে কাজ করার
চেষ্টা করে যাচ্ছে সংগঠনটি।

নকি