নরসিংদীর রায়পুরায় আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র বিতরণ করেছে রায়পুরা উপজেলা আওয়ামীলীগ। সোমবার সকাল ১০টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত উপজেলা আ’লীগের কার্যালয় থেকে একজন নারীসহ ৭জন মনোনয়ন প্রত্যাশী তাদের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এরা হলো রায়পুরা পৌর আ’লীগের সভাপতি মো: মাহবুব আলম শাহীন, বর্তমান পৌরমেয়র মো: জামাল মোল্লা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: মিলন মাস্টার, উপজেলা আ’লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, রায়পুরা সরকারী কলেজের সাবেক ভিপি মো: মোনায়েম খোন্দকার, পৌর যুবলীগের সভাপতি মো: আনোয়ার হোসেন ও রায়পুরা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আফজাল হোসাইন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ ঈমান উদ্দিন ভূইয়া, দপ্তর সম্পাদক দুলাল চন্দ্র সাহা সহ নেতৃবৃন্দ।
রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন ফরম বিক্রি হয়। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ফরম সংগ্রহণ করেন ৭জন মনোনয়ন প্রত্যাশী। আগামীকাল মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।