কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নরসিংদী জেলা আওয়ামীগ কার্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি হাসিবুল হাসান মিন্টুর সভাপতিত্ত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী শহর ছাত্রলীগের সভাপতি রাজিব সরকার, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাকে সভাপতি শিব্বির আহমেদ শিবলীসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এসময়, দুস্কৃতিকারীদের সাধীনতার পরাজিত শক্তি উল্লেখ করে বক্তারা বলেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একদল পরাজিত শক্তি দেশের অগ্রগতি তরান্বিত করতে এসব কর্মকান্ড করছে।
নরসিংদীসহ বাংলাদেশের মাটিতে কোনো ষড়াযন্ত্রকারীদের উগ্রবাদী কর্মকান্ড সহ্য করা হবেনা।