নরসিংদীর রায়পুরায় ধর্ষককে গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ধর্ষিতা স্কুলছাত্রীর পরিবার। রবিবার বিকাল ৪টায় উপজেলার মহেশপুর ইউনিয়নের বেগমাবাদ ঝাউকান্দি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে পরিবারটি একই সঙ্গে প্রশাসনের কাছে নিরাপত্তাও দাবি করেন।
সংবাদ সম্মেলনে ওই স্কুলছাত্রীর চাচাতো ভাই অলিউল্লাহ জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে (১৩) জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে একই উপজেলার চানপুর ইউনিয়নের মাঝেরচর গ্রামের মো. শফি উদ্দিনের ছেলে আব্বাস আলী (২০)। এ ঘটনায় ২০১৭ সালের ১৪ আগস্ট ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ আব্বাসকে আটক করে কারাগারে পাঠায়। আটকের এক মাসের মাথায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে সৌদি আরবে পাড়ি জমান আব্বাস। চার মাস পূর্বে দেশে ফিরে ধর্ষক মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
তিনি আরো বলেন, ফোনে হত্যার হুমকির ঘটনায় গতকাল শনিবার রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ধর্ষিতার বাবা ও মা। তারা ধর্ষকের বিচার দাবি করেন।