লকডাউন তুলে নিচ্ছে ইতালিও

আগের সংবাদ

নতুন মৃত্যু ১৬, শনাক্ত আরও ৯৩০

পরের সংবাদ

ভ্যাকসিন আসুক বা না আসুক সব চালু হবে

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২০ , ১:১৩ অপরাহ্ণ

করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে এক ধরণের স্থবিরতা নেমে এসছে। তবে অনেক দেশ আবার তাদের অর্থনীতি চালু করতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মনুষের মৃত্যু ও আক্রান্তের মধ্যেই আবারও অর্থনীতি খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। ভ্যাকসিন আসুক বা না আসুক অর্থনীতি সচল করার ঘোষণা দেন তিনি।

দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় পরমাণু বোমা আবিষ্কারের মতো করে সবাই ভ্যাকসিন তৈরীর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা তিনি। তবে ভ্যাকসিন ছাড়াই  যুক্তরাষ্ট্র স্বাভাবিক জীবনে ফিরছে বলে তিনি জানান। অন্যদিকে এক বছরের মধ্যে কোন ভ্যাকসিন আবিষ্কার হবে কি না তা নিয়ে সন্দেহ পোষণ করছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প বলেন অনেক ক্ষেত্রেই আমাদের ভ্যাকসিন থাকে না তবে আমাদের নতুন রোগের সাথে লড়ে যেতে হয়। অনেকে সময় কোন ভ্যাকসিন আবিষ্কারও হয় না।

নকিব