ভ্যাকসিন আসুক বা না আসুক সব চালু হবে

আগের সংবাদ

এবার নাটকের শুটিংও শুরু হচ্ছে

পরের সংবাদ

পরীক্ষা কমেছে ১৮শ’

নতুন মৃত্যু ১৬, শনাক্ত আরও ৯৩০

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৬, ২০২০ , ২:৫১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও  ৯৩০ জন। দেশের ৪১ টি ল্যাবের মধ্যে ৩৩ টি ল্যাবে মোট ৬  হাজার ৭৮২ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ৩১৪  জনের এবং মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৯৯৫ জন। নতুন করে ২৩৫ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪ হাজার ১১৭ জন। তবে ৮টি ল্যাবের ফলাফল না পাওয়ায় পরীক্ষা কমেছে ১ হাজার ৮০০ টি।

শনিবার (১৬ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের সবাই পুরুষ  এবং তাদের ১২ জন ঢাকা বিভাগের। দুজন চট্রগ্রামের এবং দুজন  রংপুর বিভাগের। তাছাড়া দেশে প্রবেশের সময় ৪৩৮ জনকে ক্রিনিং করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল মৃত্যু হয়েছিল ১৫ জনের এবং একদিনে  আক্রান্ত হয়েছিল মোট ১২০২ জন। ফলে গতকালের চেয়ে আজকে আক্রান্তের সংখ্যা কমেছে  ২৭২ টি এবং মৃত্যু বেড়েছে ১ টি।

নকি