নারায়ণগঞ্জের ফতুল্লায় বিস্ফোরিত তল্লা বাইতুস সালাত জামে মসজিদে পুড়েছে এসির ফিল্টারগুলো। মসজিদে তেমন কোনো আসবাবপত্র না থাকলেও ভেঙ্গে চূর্ণ হয়েছে জানালার কাচ ও দেয়ালের টাইলস।
এছাড়া কোরআন শরীফ ও হাদিসের বইগুলো রয়েছে অক্ষত।
স্থানীয়রা জানান, মসজিদের ভিতরে থাকা ৬টি এসির ফিল্টার ও বিদ্যুতের সংযোগ তার, নামাজ পড়ার জায়নামাজ, তসবিহ, প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। কিন্তু কোরআন শরীফ ও হাদিসের বইগুলোর কিছুই হয়নি।
উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টায় ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এক শিশুসহ ৪০জন দগ্ধ হয়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ ১২জনের মৃত্যু হয় এবং ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।’