ঘোড়াশালে মেয়র শরিফুল হকের ব‍্যাপক নির্বাচনী গণসংযোগ

আগের সংবাদ

"কামরুলের সঙ্গ ত্যাগ করলে মনে করবেন বাচ্চু মারা গেছে"

পরের সংবাদ

নরসিংদীর বস্ত্রশিল্প মুখ থুবরে পড়েছে, প্রণোদনা দাবি

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২১ , ৬:৫১ অপরাহ্ণ

দেশে কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ পূরণ করে থাকে নরসিংদীর টেক্সটাইল মিলগুলো।তুলা ও সুতার মূল্যবৃদ্ধি,বন্ডের অপব্যবহার

 কারণে বিপাকে পড়েছে দেশীয় বস্ত্রশিল্প। সরকারের দেওয়া প্রণোদনাও সঠিকভাবে বণ্টন হয়নি বলে অভিযোগ শিল্প মালিকদের।

গত বছরের করোনা পরিস্থিতির কারণে নরসিংদীর সকল বস্ত্রকারখানা বন্ধ হয়ে যায়। এরপর জুন মাসে সরকারি সিদ্ধান্তে সীমিত পরিসরে চালু হয় কারখানাগুলো।

 করোনার সেই ধাক্কা কাটিয়ে বস্ত্রশিল্পে চাঞ্চল্য ফিরতে শুরু করে এবং দেশীয় কাপড়ের চাহিদা ভাল থাকায় লাভের মুখ দেখতে শুরু করে শিল্পমালিকরা।

কিন্তু আকস্মিকভাবে তুলা ও সুতার মূল্য বৃদ্ধি, সেই সাথে বন্ডের অপব্যবহার করে বিদেশি কাপড় দেশীয় বাজারে বিক্রি করার কারণে বিপাকে পড়েছেন টেক্সটাইল মালিকরা। এই অবস্থায় অনেকেই কারখানা চালু করেও বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ ব্যবসায়ীদের।

ব্যবসায়ীরা বলছেন, সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা হলেও এই জেলার টেক্সটাইল, ডাইংসহ দেশীয় বস্ত্রশিল্পের সাথে সম্পৃক্ত অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো এই সুবিধার আওতায় এখন ও আসেনি। এছাড়া বন্ডের মাধ্যমে বিদেশি কাপড়ের আমদানিতে কাস্টমসের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।

প্রান্তিক পর্যায়ের তাঁতীদের প্রণোদনা না দিলে এ শিল্প টিকিয়ে রাখা সম্ভব হবে না। বস্ত্রশিল্প সমৃদ্ধ এই জেলায় ছোট-বড় প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে।