নরসিংদীতে জনবসতি এলাকা থেকে পোল্ট্রি খামার সরাতে মোবাইল কোর্ট

আগের সংবাদ

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

পরের সংবাদ

সরকারি তিতুমীর কলেজ ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় ও দোয়া অনুষ্ঠান

মিরর ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৩ , ৫:১৮ অপরাহ্ণ

মোঃ ফরহাদ আলম: দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিভাগের নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শরিফুল ইসলাম।

বর্ণিল এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক অলিউর রহমান, প্রভাষক ডক্টর মনিরুজ্জামান ইউসুফী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাস্টার্স এর শিক্ষার্থী মাহমুদুল হাসান নাঈম, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মহিউদ্দিন, ওমর ফারুক প্রমূখ।

এসময় ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও বিদায়ী ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ