“আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা: বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার” এ স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড। সিনিয়র(প্রজেক্ট) শাখায় নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী মো: রাফি হোসাইন ১ম স্থান অর্জন করে।
দুইদিনব্যাপী এই প্রজেক্ট যাচাই বাছাই শেষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এর পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে জুম কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: মোস্তাফিজুর রহমান।
আলোচনা শেষে বিজয়ী ক্ষুদে বিজ্ঞানীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।