নরসিংদী পৌরসভার জননন্দিত মেয়র শহীদ লোকমান হোসেন স্মরণে নরসিংদী জেলা যুবলীগের আয়োজনে গজল সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
১২ অক্টোবর সন্ধ্যা ৫ টায় নরসিংদী জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গজল পরিবেশন করেন ‘কলরব’ শিল্পী গোষ্ঠীর সদস্যরা।
গজল সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মতিন ভুঞা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামান কামরুল।
গজল সন্ধ্যায় কলরব শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোমুগ্ধকর গজল পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের মাতিয়ে তোলেন।