প্রকৃতির বিছানায় তারুণ্যের ইফতার

আগের সংবাদ

পলাশে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

হাসনাবাদ পাবলিক লাইব্রেরির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মিরর ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ , ১০:২৭ অপরাহ্ণ

মোঃ ফরহাদ আলম, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহি সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামুলক প্রতিষ্ঠান হাসনাবাদ পাবলিক লাইব্রেরির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সালাহ উদ্দিন।

লাইব্রেরির কার্যকরী কমিটির সভাপতি এম. আর. মামুন এর তত্ত্বাবধানে ইফতার মাহফিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সংস্কৃতি গবেষক ফখরুল হাসান, কৃষিবিদ মোবারক হোসেন কাঞ্চন, শিক্ষক নেতা খোরশেদ আলম, সাখাওয়াত হোসেন, সাংবাদিক এস এম শরীফ, প্রভাষক আবুল হাসান তারেক, সৈয়দ বিল্লাল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, লাইব্রেরির সাধারণ সম্পাদক গাজী লুৎফর রহমান রবিন, আদর্শ ছাত্র সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক জুয়েল, লাইব্রেরির সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীসহ দুই শতাধিক অতিথি উপস্থিত ছিলেন।

মাহে রমজানের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন লাইব্রেরির সহসভাপতি হাফেজ মাওলানা মোকাররম হোসাইন।

নরসিংদী মিরর/এফএ