লেবুতলা ইউনিয়নের চকবাজারে গ্রাম বাংলার ঐতিহাসিক কাঁচিটান খেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও লেবুতলা ইউনিয়নের চকবাজারে তিনদিন ব্যাপী চৈত্রমেলার আয়োজন করা হয়।
মেলার সাথে সাথে গ্রাম বাংলার ঐতিহাসিক খেলার খেলার আয়োজন করা হয়। লেবুতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ড এ খেলায় অংশ নেয়। এবং ১ ঘন্টা ২০ মিনিটের খেলা শেষে ৯ নং ওয়ার্ড বিজয়ী হয়।।এ সময় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য জনাম শফিকুর রহমান মুঞ্জু।
প্রধান অতিথি ছিলেন জনাব জাকির হোসেন আকন্দ, চেয়ারম্যান, লেবুতলা ইউনিয়নে পরিষদ। হটাৎ এমন গ্রাম বাংলার ঐতিহাসিক খেলা দেখতে জনতার ডল নামে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি নিয়েও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।