নানা আয়োজনে প্রেসিডেন্সি কলেজের মাতৃভাষা দিবস পালন

আগের সংবাদ

গোতাশিয়াতে মাতৃভাষা দিবসে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত 

পরের সংবাদ

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো “এসো বাঁচত শিখি” সংগঠন

আসাদুল্লাহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২১ , ৫:০৯ অপরাহ্ণ

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মনোহরদীর সামাজিক সংগঠন “এসো বাঁচতে শিখি” আয়োজন করেন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

মনোহরদী উপজেলার বালিপুর গ্রামে করাহয় ক্যাম্পেইন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ক্যাম্পেইন চলে দুপুর ৩ টা পর্যন্ত।এসময় উপস্থিত ছিলো সংগঠনের ৩০ জন অভিজ্ঞ সদস্য সহ সম্মানিত এলাকাবাসী।

ক্যাম্পেইনে ২৭০ জন মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। বিনামূলে রক্তের গ্রুপ জানতে পেরে এলাকাবাসীর আগ্রহছিলো চোখেপরার মতো।

একালাবাসী জানায় “সংগঠনটি আমাদের কে বিনামূলে রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছে এতে আমরা আনন্দিত, এখন কারো জরুরী রক্ত লাগলে আমরা সহজে খুঁজে পেতে পারবো”।