আজ ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পলাশ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল প্রদর্শন করা হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখিয়ে এই ফুল প্রদর্শন করা হয়।
১৯৫২সালের এই দিনে ভাষার জন্য সালাম, বরকত,রফিক, জব্বার আরো নাম না জানা অনেকে তাদের জীবন উৎসর্গ করে। তাদের শরনার্থে প্রতি বছর এই দিনে দেশের সকল শহীদ মিনারগুলোতে ফুল দেওয়া হয়।যাদের কঠোর আত্নত্যাগের বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে এই বাংলা ভাষা।
পলাশের শিক্ষক সমিতি পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে শহীদ মিনারে ফুল দেয়।সকাল ৯ঃ৩০মিনিটে এই পুষ্পার্পণ বিতরণ করেন।
পুষ্পার্পণ বিতরণের সময় পলাশের শিক্ষক সমিতির সদস্যরা নিরবে দাঁড়িয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তারা শহীদ মিনারে ফুল প্রদর্শন করে।এই মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরব। বাঙালি জাতি এই দিনটিকে চির স্বরনীয় করে রাখার জন্য প্রতি বছর এই দিনে শহীদ মিনারে ফুল প্রদর্শন করে।