নরসিংদীতে কোভিড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন উদ্বোধন

আগের সংবাদ

স্বাধীনতার ৫০ বছরে পঞ্চাশতম রক্তদানের দৃষ্টান্ত

পরের সংবাদ

পলাশে ‘উদ্দীপ্ত তারুণ্য’  এর এক বছর পূর্তি অনুষ্ঠান

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২১ , ১১:১৩ অপরাহ্ণ

পলাশ উপজেলার সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্য এর এক বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) পলাশ মডেল থানা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

আরো উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস প্রমুখ।

সভাপতিত্বে করেন উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত।   বছরব্যাপী রক্তদানসহ সেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সংগঠনের সদস্যদের পুরস্কৃত করেন আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ এমপি।