নরসিংদী ইউনাইটেড কলেজে বিজয় দিবস উদযাপন

আগের সংবাদ

নরসিংদী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচীতে বিজয় দিবস উদযাপন

পরের সংবাদ

বিজয় দিবসে ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির বিনামূল্যে ব্লাডগ্রুপিং ক্যাম্পি

আকরাম হোসেন, ভৈরব প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ , ১২:০৭ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস(১৬ ডিসেম্বর) বাঙ্গালীর এক গৌরবের দিন। আজকের এই দিনে বাঙ্গালী জনগোষ্ঠী তাদের স্বাধীনতা লাভ করে। বাঙ্গালি জাতি আত্মপ্রকাশ করে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। এই বিজয়ের চেতনা বুকে ধারণ করে।মহান বিজয় দিবস উপলক্ষে ভৈরব ব্লাড ডোনার বিনামূল্যে প্রায় চার(০৪) শতাধিক মানুষকে বিনামূল্যে ব্লাড নির্নয় ক্যাম্পিং চালায়।

বিজয় দিবসের এই মহৎ কাজে অংশগ্রহণ করেন ভৈরব ব্লাড ডোনেশন সোসাইটির সকল সদস্যবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন, সার্জেন্ট তাহের (অবঃ) চেয়ারম্যান শ্রীনগর ইউনিয়ন পরিষদ।

আজকের অনুষ্ঠানের উদ্দেশ্যে সংগঠনের সভাপতি বায়েজিদ আহমেদ বলেন,”১৯৭১ সালে রক্ত দিয়েছিলো যে দেশকে বাচাঁনোর জন্য, “আজ আমরা রক্তদেই সেই দেশের মানুষকে বাচাঁনোর জন্য”সেই স্লোগান কে সামনে রেখে আজকের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়

এছাড়াও সংগঠনের সহ,সভাপতি শালমান আনোয়ার বলেন,আমরা মানবতার কল্যাণের জন্যেই এই কাজ করছি ও করব ইনশাআল্লাহ।
আর আজকে বিশেষভাবে বিজয় দিবসে আমরা শ্রদ্ধার সাথে ঐ সকল শহীদদের কে স্বরণ করেছি,যিনারা ৭১ দেশের তরে অকাতরে জিবন উৎসর্গ করেছেন,তাদের রূহের মাগফিরাত কামনায় আমাদের আজকের আয়োজন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, শ্রীনগর ইউনিয়ন। এবং তেয়ারীরচর কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।