চলনা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে সেরা ২ দল পেল এলইডি

আগের সংবাদ

"নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে"

পরের সংবাদ

পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি

মো.রাসেল আহমেদ,নরসিংদী সদর।

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২০ , ১১:৫৭ পূর্বাহ্ণ

আবারো সাজ সাজ রব পড়ে গেল পুরো হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে!এসে গেল হিন্দুধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব। এক বছর পেরিয়ে বাপের বাড়ি আসছেন দেবী দুর্গা। অপেক্ষায় দিন গুনছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
এ সময় ব্যস্ত সময় পার করছেন পাল সম্প্রদায়ের লোকজন। তারা মায়ের মূর্তি গড়ার কাজে ব্যস্ত রয়েছেন। দেবীর প্রতিমা গড়া এখন প্রায় শেষের দিকে। দেবীকে এখন তারা আভরণ ও পোষাকে সজ্জিত করতেছেন।

নরসিংদী পৌর শহরের সবচেয়ে বড় পূজামন্ডপ “বাগ বিতান” ক্লাবের। এখানকার প্রতিমা কারিগর জানান, “প্রতিমা গড়ার কাজ শেষ। এখন চলছে মাকে পোষাকে সজ্জিত করা ও বিভিন্ন গহনায় দর্শনীয় করে তোলা

২২ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গা তার বাপের বাড়ি আসবেন। তাঁকে বরণ করার সকল প্রস্তুতি প্রায় শেষের দিকে।

পূজা উপলক্ষে শহরের বিপণি বিতানে ভীড় করছেন অসংখ্য ক্রেতা। বিক্রেতাগণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। নরসিংদী পৌর শহরের অন্যতম বিপণি বিতান “ইনডেক্স প্লাজা” তে তিল ধারনের ঠাঁই নেই। ইনডেক্স প্লাজা’র ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা জানান, প্রতিবছরের মত এবারেও পূজার বিকিকিনি ভাল হচ্ছে।তারা বলেন, করোনা কালে আমরা যে সংকটে পড়েছিলাম তার কিছুটা ক্ষতি কাটিয়ে উঠতে পারব এবার।