নরসিংদীর শিবপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নারী নির্যাতন, ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত সকলের গ্রেফতার ও বিচারের দাবীতে প্রতিবাদ সভা ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সোমবার শিবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূইয়া, নরসিংদী জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিফাত ভূইয়া,ফাজায়েল ভূইয়া, তারেক মোল্লা সহ অন্যান্য নেতৃবন্দ।