রায়পুরার হাসনাবাদ বাজারে ব্র্যাক ব্যাংকের এজেন্ট আউটলেট উদ্বোধন

আগের সংবাদ

নরসিংদীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: মে ৬, ২০২৫ , ১১:৫৮ পূর্বাহ্ণ

পহেলা মে মহান আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলা শাখা।

বৃহস্পতিবার (১ মে) বিকেল ৩টায় নরসিংদী শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পৌরসভার সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

শ্রমিক সমাবেশে নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নরসিংদী জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোসলেহুদ্দীন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলার উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, কর্মপরিষদ সদস্য আমীরুল ইসলাম আমীর, নরসিংদী সদর থানা জামায়াতের আমীর মাহফুজ ভূইয়া, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মোঃ তাওহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ হাসেমী, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ আহমেদ, রায়পুরা পশ্চিমের সভাপতি মোঃ ইদ্রিস আলী সহ নেতৃবৃন্দ।

এসময় শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা, বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতাকর্মী ও সর্বস্তরের শ্রমিক-জনতা উপস্থিত ছিলেন।