নরসিংদী-৫ রায়পুরার সাবেক ২বারের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল আলী মৃধা’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৯ মার্চ) বাদ যোহর বালুয়াকান্দি ইসলামী কমপ্লেক্স কবরস্থানে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য এ. কে. এম. জাহাঙ্গীর আলম বাদল।
এসময় তার সঙ্গে জেলা বিএনপির আরেক সদস্য রফিকুল আমিন ভূইয়া রুহেল ও জেলা, উপজেলা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন আলজামিয়াতু শামসুল উলুম বালুয়াকান্দির প্রিন্সিপাল মাওলানা মুনির হোসাইন।
এর আগে, মরহুম আব্দুল আলী মৃধার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ. কে. এম. জাহাঙ্গীর আলম বাদল ও রফিকুল আমিন ভূইয়া রুহেল, রায়পুরা উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইব্রাহীম মিয়া, উপজেলা বিএনপির সদস্য সলিমুল্লাহ ভূইয়া, ঢাকা হাইকোর্টের আইনজীবী এডভোকেট জামাল উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি আব্দুর রহমান মানিক।
এসময় আরো বক্তব্য রাখেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নয়ন, বিএনপি নেতা আমজাদ হোসেন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোকাররম হোসেন, উপজেলা যুবদলের ১নং সদস্য মনিরুজ্জামান মৃধা, আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি গাজী লুৎফর রহমান রবিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান সুরুজ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বশির আহমেদ দোলন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী মৃধা নরসিংদী জেলার রায়পুরা উপজেলার করিমগঞ্জ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাত্র অবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ৭১সালে মহান মুক্তিযোদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
একসময় তিনি বাম রাজনীতিতে সক্রিয় থাকলেও বিএনপি প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহবানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেন। নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি ও পরবর্তীতে কেন্দ্রীয় তাঁতী দলের সভাপতির দায়িত্বপালন করেন। ১৯৯১ ও ১৯৯৬ সালে তিনি রায়পুরা থেকে সাংসদ নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি জাতীয় সমবায় ইউনিয়নের চেয়ারম্যান, হাসনাবাদ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি, রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বপালন করেন।
বরেণ্য এই রাজনীতিবিদ ২০১৯ সালের ৯মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
নরসিংদী মিরর/এফএ